ইউকেবেঙ্গলি - ৭ ডিসেম্বর ২০১৩, শনিবারঃ গত তিন দশকের মধ্যে ভয়াবহতম আটলাণ্টিক ঝড় জাভিয়ারের আঘাতে উত্তর ইউরোপে এ-পর্যন্ত অন্ততঃ ৯ ব্যক্তি প্রাণ হারিয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কয়েক লাখ বাড়িঘরের। উপকূলীয় বহু এলাকার আকস্মিক জলোচ্ছাসের কারণে দেখা দেয়া বন্যায় গৃহহারা হয়েছে আরও কয়েক লাখ মানুষ। খবর এএফপি, ভয়েস অফ রাশিয়া ও ডয়েচে ভেলের। ...»