ইউকেবেঙ্গলি - ২১ জুন ২০১৩, শুক্রবারঃ শিয়া প্রেসিডেণ্ট শাসিত সিরিয়ার সুন্নি বিদ্রোহীদেরকে এবার ভারী অস্ত্র প্রদান করেছে পশ্চিমা পরাশক্তিগুলো। এ-পরিস্থিতিতে দেশটির প্রধান মিত্র রাশিয়া ৬শ সেনা-সহ দু'টো যুদ্ধ জাহাজ ও সেগুলোর নিরাপত্তায় বিমান-বহর পাঠিয়েছে ভুমধ্য সাগরের উপকূলে। খবর পরিবেশন করেছে ইসরায়েলী সামরিক ম্যাগাজিন দেবকাফাইল ও ফক্স নিউজ। ...»