ইউকেবেঙ্গলি - ১৯ নভেম্বর ২০১৩, মঙ্গলবারঃ আজ লেবাননের রাজধানী বৈরুতে পর-পর দু'টো আত্মঘাতী বোমা-হামলায় ইরানী দূতাবাসের ছয়টি ভবন ধ্বংস হয়েছে। এ-ঘটনায় এখন পর্যন্ত ২৩ ব্যক্তির প্রাণহানির খবর দিয়েছে এসৌসিয়েটেড প্রেস ও অন্যান্য সংবাদ-সংস্থা। কোন ব্যক্তি বা সংগঠন এখনও এ-হামলার দায় স্বীকার করেনি, তবে স্থানীয় ও আন্তর্জাতিক বিশ্লেষকরা তাঁদের সন্দেহের তীর তাক করেছেন সুন্নি চরমপন্থীদের দিকে। ...»