এক.
জার্মান-উদ্ভূত ‘আফটারম্যাথ’-এর যথপোযুক্ত বাংলা শব্দ আমার জানা নেই। এটি ‘পরিণতি’র মতো স্থায়ীত্ব-নির্দেশক নয় আবার ‘প্রভাব’-এর মতো ভাব-নিরপেক্ষ নয়।
সুঘটনার ‘আফটারম্যাথ’ হয় না। শব্দটির অর্থ-নিরূপণে অক্সফৌর্ড ডিকশনারীতে বলা হচ্ছেঃ দ্য কনসেক্যুয়েন্স অর আফটার-ইফেক্টস অফ এ্যান সিগ্নিফিক্যান্ট আনপ্লীসেন্ট ঈভেন্ট। অর্থাৎ, একটি তাৎপর্য্যপূর্ণ অপ্রীতিকর ঘটনার অব্যবহিত প্রভাব বা পরিণতি। ...»