ইউকেবেঙ্গলি - ১১ মে ২০১৪, রোববারঃ নির্বাচিত প্রেসিডেণ্টের অপসারনের পর থেকে শুরু হওয়া রাজনৈতিক সহিংসতার মাঝে আজ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনেৎস্ক ও লুহান্স্ক প্রদেশে স্বাধীনতার গণভৌট অনুষ্ঠিত হয়েছে। বিদ্রোহীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রুশ-ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ এ-অঞ্চলদুটোর আনুমানিক ৭০ শতাংশ ভৌটার তাঁদের ভৌট দিয়েছেন। প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে যে, স্বাধীনতার পক্ষে প্রায় ৮৯ শতাংশ ভৌট পড়েছে। নির্বাচনের আয়োজক কর্তৃপক্ষ আশা করছে, ভোর নাগাদ সমস্ত ভৌট গণনা সমাপ্ত হবে। ...»