এক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র হিসেবে অখ্যাত, পরে সন্ত্রাসের দায়ে বহিষ্কৃত হয়ে কুখ্যাত এবং সবশেষে বিএনপির নেতা হিসেবে বিখ্যাত এম ইলিয়াস আলি - অর্থাৎ মোহাম্মদ ইলিয়াস আলি - হঠাৎ উধাও। সাথে তাঁর সাথে উধাও আরও এক আলি - গাড়ীচালক আনসার আলি - যার সম্মুখ নাম কখনও সম্মানে সংক্ষেপিত হবে না ইংরেজি অক্ষরে সম্ভবতঃ তাঁর দারিদ্র ও নগণ্যতার কারণে। ...»