যে-দল আছে সরকারে, তার ইচ্ছার প্রতিফলন ঘটবে না সরকারের তৈরী বিশেষ আদালতে, এমন আইনের শাসন কি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে?
এ-প্রশ্নের উত্তর পাওয়া জরুরী নয়। কারণ, উত্তর দেবার মতো বুদ্ধিমানেরা বুদ্ধির জোরে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে পারেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সঙ্ঘটিত মানবতা-বিরোধী অপরাধের বিচারকল্পে গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালত সম্পর্কে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার মিত্র সংগঠনগুলোর দাবি হচ্ছে, এটি ‘স্বাধীন ও নিরপেক্ষ’। এমন দাবি-করা সংগঠনগুলোর স্বারোপিত যৌথ নাম হলো ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি’। ...»