কয়েকদিন আগে খবরের কাগজে দেখলাম বাংলাদেশের এক মন্ত্রী অধ্যাপক আনু মোহাম্মদ সম্পর্কে বলছেন ‘কোথাকার মনু না আনু’। জাতীয় কমিটীর ডাকা হরতাল সম্পর্কে বাজে মন্তব্যও করেছেন তিনি। অধ্যাপক আনু মোহাম্মদকে যা-তা বলে তিনি বুঝাতে চেয়েছেন যে, ঐ নামের মানুষটা তার চেয়ে কতোটা ছোটো। ...»