২৩শে মার্চ ১৯৪০ পাকিস্তান সৃষ্টির প্রস্তাবনা দিবস, আর ২৬শে মার্চ ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিবস। দু'টিই বাঙালীর কাজ। প্রথমটি আবুল কাশেম ফজলুল হকের এবং দ্বিতীয়টি শেখ মুজিবুর রহমানের বলে দাবী করা হয়। দু'জনেই বঙ্গসন্তান। পাকিস্তানে লাহোর প্রস্তাবের ব্যাপারে কোনো বিতর্কের সুযোগ নেই, কারণ এটি লিখিত। বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক আছে, কারণ এটি কথিত (কিছু মানুষ দাবী করেন যে, রেডিওতে ঘোষণা করেছেন মেজর জিয়াউর রহমান, তবে তিনিও ঘোষণাটা করেছিলেন শেখ মুজিবুর রহমানের নামেই)। ...»