ইতিহাস কীভাবে ঘুরে-ঘুরে ফিরে আসে! এটি ২০১১ সালের গ্রীষ্মকাল। ঠিক ১০০ বছর আগে, ১৯১১ সালে, এই গ্রীষ্মকালেই ‘আত্মসমর্পন না করলে ধ্বংস করে দেয়া হবে ত্রিপোলিকে’ বলে হুমকি নিয়ে লিবিয়ার দুয়ারে দাঁড়িয়েছিলো এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর একটি - ইতালী।
সেদিনও লিবীয়রা আত্মসমর্পণ না করে আত্মগোপন করেছিলেন। সে-দিনও এই ইউরোপীয় ঔপনিবেশিক শক্তি তিন দিন ধরে ত্রিপোলির উপর বোমাবর্ষণ করার পর ঘোষণা করে যে, ত্রিপোলিতানিয়ানগণ ‘ইতালির সাথে দৃঢ়ভাবে আবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ’। ...»