জাতি-বিতর্ক
রাশিয়ার সেইণ্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলন চলাকালে গত ৬ সেপ্টেম্বর রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের কাছে মন্তব্য করতে গিয়ে ব্রিটেইনকে 'ক্ষুদ্র দ্বীপ' বলে অবজ্ঞা প্রদর্শন করেছিলেন। এতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেইভিড ক্যামেরোন অপমানিত বোধ করে থাকবেন। তাই, তিনি প্রত্যুত্তরে সেইণ্ট পিটার্সবার্গে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ব্রিটেইন হতে পারে ক্ষুদ্রদ্বীপ, কিন্তু বৃটিশ জাতির চেয়ে বৃহত্তর হৃদয়ের আর কোনো জাতি পৃথিবীতে নেই। ...»