আমার বিবেচনায়, বর্তমান বিশ্বের সবচেয়ে মানবিক ও নৈতিক রাজনীতিক হচ্ছেন ব্রিটেইনের লেইবার পার্টির নেতা জেরেমি করবিন। কিন্তু তিনি পুঁজিবাদ-সাম্রাজ্যবাদ-বিরোধী বলে ব্রিটেইনের ডীপষ্টেইট বা গহীনরাষ্ট্র তাঁকে নেতৃত্বের পদ থেকে সরাবার জন্যে সমস্ত প্রকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত শুক্রবারে ট্রেইড ইউনিয়ন Unite-এর নেতা লেন ম্যাক-ক্লাস্কী দৈনিক গার্ডিয়ানের সাথে এক সাক্ষাতকারে ব্রিটেইনের গোয়েন্দা সংস্থা এমআই-ফাইভের বিরুদ্ধে ব্ল্যাক প্র্যাক্টিসের অভিযোগ করে বলেছেন, তারা জেরেমি করবিনকে ক্ষমতা থেকে ফেলার চেষ্টা করছে। ...»