নতুন কাজ খুঁজছেন বা পেশা বদলাতে চান?
লন্ডনের ক্রিস্প স্ট্রীটের আইডিয়া স্টৌর আগামী ১৬ জুন ২০১১, বৃহস্পতিবারে আয়োজন করেছে জব ফেয়ার বা চাকুরী মেলা। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে অনুষ্ঠানটি। এতে অংশ নিবে স্কীলম্যাচ, লন্ডন ফায়ার ব্রিগেইড, মেট্রৌপলিটান পুলিস, এনএইচএস টাওয়ার হ্যামলেটস, সিটি গেইটওয়ে, টাওয়ার হ্যামলেটস কলেজ সহ আরও অনেক প্রতিষ্ঠান।
মেলায় টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের সুযোগ থাকবে শূণ্যপদ ও প্রশিক্ষণের জন্য নাম লিখানোর। এছাড়াও কাজ খুঁজতে সহায়তা ও উপদেশও পাওয়া যাবে। ...»