ইউকেবেঙ্গলি - ২৩ মে ২০১৩, বৃহস্পতিবারঃ বাংলাদেশের কাছ থেকে প্রাপ্ত ট্র্যানজিট সুবিধা ব্যবহার করে ভারত তার দুর্গম উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাণিজ্য ও যোগাযোগ-ব্যবস্থার বিকাশ ঘটাতে চায়। এর অংশ হিসেবে চলমান আখাউড়া-আগরতলা রেইল-সংযোগ প্রকল্পের যৌথ কমিটীর ঢাকায় অনুষ্ঠিত ২১ তারিখের সভা শেষে জানানো হয়েছে, এ-বছরের মধ্যেই চালু হবে এ-প্রকল্পের মূল কাজ। আলাদা খবরে প্রকাশ, বাংলাদেশের রেইল বিভাগ যমুনা নদীতে একটি ভারী রেইল-সেতুর জন্য অর্থায়ন-সহযোগী খুঁজছে। ...»