ইউকেবেঙ্গলি, ১৬ অগাস্ট ২০১১, মঙ্গলবারঃ অধুনা-লুপ্ত ট্যাবলয়েড ‘নিউজ অফ দ্য ওয়ার্ল্ড’-এর মালিক রুপার্ট মার্ডক, তাঁর পুত্র জেইমস মার্ডক ও সম্পাদক এ্যান্ডী কৌলসন-সহ যাঁরা ফৌন-হ্যাকিংয়ের বিষয়ে নির্দোষিতা দাবী করেছিলেন, তাঁরা আজ মিথ্যুক প্রমাণিত হয়েছেন। ...»