বাংলাদেশের মানুষের মন মোহিত করতে ব্যর্থ হলেন মনমোহন সিং। শক্তিশালী প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী ডঃ সিং গত সপ্তায় বাংলাদেশে বেড়াতে এসেছিলেন বিরাট প্রত্যাশা তৈরী করে। প্রত্যাশার বাস্তব ভিত্তি যা-ই থেকে থাকুক, প্রচারটা ছিলো বিশাল। তারপর, আবার ১২ বছরের মধ্যে এই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশে আসা!
উৎসাহের আতিশয্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ভারতের আনন্দ বাজার পত্রিকার ভাষ্য অনুসারে - কূটনৈতিক ‘প্রটোকল ভেঙ্গে’ মনমোহন সিংকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। ...»