ইউকেবেঙ্গলি - ৬ জুন ২০১৩, বৃহস্পতিবারঃ বাতিল হয়ে যাওয়া প্রস্তাবিত মায়ানমার-বাংলাদেশ-ভারত ত্রিজাতি গ্যাস পাইপলাইন প্রকল্পটি আবারও পুনরুজ্জীবিত হয়েছে। ২০০৪ সালে বাংলাদেশ এ-প্রকল্পে 'নীতিগতভাবে সম্মতি' দিলেও পরবর্তীতে পিছিয়ে আসে। ভারতে বিক্রির জন্য ঠিক করে রাখা গ্যাস তখন চীনকে দেয় মায়ানমার, যা নিতে আরাকান থেকে ইউনান পর্যন্ত দীর্ঘ পাইপলাইন বসানো হয়। সে-অবস্থায় প্রকল্পটি বাতিল হয়ে যায়। ...»