ইউকেবেঙ্গলি - ১১ জুন ২০১৩, মঙ্গলবারঃ আজ সিরিয়ার রাজধানী দামেস্কের একটি পুলিস-স্টেইশনের ভেতরে ও বাইরে পর-পর দুটি আত্মঘাতি বোমার বিষ্ফোরণ ঘটেছে। এতে অন্ততঃ ১৪ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। আনুষ্ঠানিকভাবে এখনও কেউ এ-হামলার দায়ীত্ব স্বীকার করেনি, তবে পূর্বের অনুরূপ একাধিক বিষ্ফোরণে আল-নুসরা ফ্রণ্ট নামক একটি ইসলামী জিহাদী সংগঠন কৃতিত্ব দাবী করায় এটিকেও তাদের কাণ্ড বলেই সন্দেহ করা হচ্ছে। ...»