ইউকেবেঙ্গলি - ১৫ জুলাই ২০১৪, মঙ্গলবারঃ গতকাল ব্রাজিলে শুরু হয়েছে পঞ্চজাতির সংস্থা ব্রিক্সের ষষ্ঠ বার্ষিক সম্মেলন, যার সমাপ্তি হবে আগামীকাল। আজ ব্রাজিলের প্রেসিডেণ্ট দিলমা হুসেফ ঘোষণা করেছেন, ব্রিক্সের নেতারা নতুন একটি বৈশ্বিক উন্নয়ন ব্যাঙ্ক গঠনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছেন। উন্নয়ন ব্যাঙ্কের পাশাপাশি ১০০ বিলিয়ন ডলারের একটি আপদকালীন তহবিলও গঠিত হবে ব্রিক্স জাতিসমূহের জন্য। ...»