ইউকেবেঙ্গলি - লণ্ডন, ১০ অগাষ্ট ২০১৬ বুধবারঃ ভারতীয় সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবীতে প্রায় ষোল বছর ধরে পালন করে আসা অনশন ভেঙ্গেছেন মণিপুরের ইরম শর্মিলা চানু। তবে তাঁর দাবী এখনও বহাল রয়েছে, যা অর্জনে এবার রাজনীতিতে প্রবেশের ঘোষণা দিয়েছেন 'মণিপুরের লৌহমানবী' নামে পরিচিত এ-মানবাধিকার কর্মী। ...»