আমার মেয়েকে প্লে-হাউজে ভর্তি করানোর জন্য 'জাগোনারী'তে প্রবেশ। প্রথমদিন ঢুকে বুঝতে পারলাম এই প্লে-হাউজটি পরিচালনা করছেন বাঙালী নারীরা। বুঝতে দেরী হলো না, প্লে-হাউজটি যে-সংগঠনের অংশ, অর্থাৎ জাগোনারী নামক উইমেন্স এডুকেশনাল রিসোর্স সেন্টারটিও বাঙালী নারীদের দ্বারাই পরিচালিত। বাঙালী নারীদের দ্বারা পরিচালিত সংগঠন, তাও আবার বিদেশের মাটিতে! আমার খুব আগ্রহ জাগলো জাগোনারী সম্পর্কে জানার। ...»