ইউকেবেঙ্গলি - ১৩ জুন ২০১৩, বৃহস্পতিবারঃ ভারতের সকল রাজ্যের তুলনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পশ্চিম বাংলায় সবচেয়ে বেশি নারীর প্রতি অপরাধ সঙ্ঘটিত হয়। শহর-ভিত্তিক অপরাধের বিবেচনায় দিল্লী ও ব্যাঙ্গালোরের ঠিক পিছনেই কলকাতার অবস্থান। এ-তথ্য জানিয়েছে দেশটির জাতীয় ন্যাশনাল ক্রাইমস রেকর্ড্স ব্যুরো (এনসিআরবি)। খবর ইণ্ডিয়া টুডে'র। ...»