ইউকেবেঙ্গলি - লণ্ডন, ১৫ অগাষ্ট ২০১৬, সোমবারঃ পূর্বভারতীয় রাজ্যগুলোর সাথে মূল ভূখণ্ডের জ্বালানী সংযোগ নির্মাণার্থে বাংলাদেশের ভেতর দিয়ে মায়ানমার পর্যন্ত প্রায় সাত হাজার কিলোমিটার পাইপলাইন স্থাপন করতে চায় ভারত। বাংলাদেশের সরকারেরও আপত্তি নেই। ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সাথে গতকাল কোলকাতায় সাংবাদিকদের আলাপকালে প্রকাশিত হয় এসব তথ্য। খবর ইকোনমিক টাইম্স, বিজনেস ষ্ট্যাণ্ডার্ড ও এনার্জি গ্লৌবাল ডট কমের। ...»