বাংলাদেশে গণতন্ত্রের চর্চা অত্যন্ত প্রাচীন। তবে তা অবিচ্ছিন্ন নয়, কখনো গণতন্ত্রের স্বাদ এই ভূখণ্ডের মানুষ পেয়েছে, তারপর আবার সেই গণতন্ত্র অধরা থেকে গেছে, কিন্তু গণতন্ত্রের আকাঙ্ক্ষা এখানে চিরজীবী। সেই চিরঞ্জীব আকাঙ্খাই রাজনীতির মূল চালিকা-শক্তি হিসেবে কাজ করেছে বার-বার। ...»