আজকের বাংলাদেশ এক সময় মুঘল সাম্রাজ্য হিন্দুস্তানের অংশ ছিলো। চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামে বাংলার রাজধানী ঢাকার নামকরণ করা হয়েছিলো জাহাঙ্গীরনগর। সেই জাহাঙ্গীরের পুত্র ছিলেন শাহজাদা খুর্রম। সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাদা খুররম হিন্দুস্তানের বাদ্শাহ হয়ে নিজেকে সারা পৃথিবীর রাজা মনে করেছিলেন। ফার্সিতে নিজের নাম রেখেছিলেন ‘শাহজাহান’ - অর্থাৎ জাহান বা পৃথিবীর বাদ্শাহ। ...»