সম্পাদকীয়
প্রধানমন্ত্রী ডেইভিড ক্যামেরোন 'ইউ-টার্ন' মারিতে মারিতে বিখ্যাত হইয়া উঠিয়াছেন। স্বাস্থ্য নীতিতে 'ইউ-টার্ন', অপরাধ দণ্ডনীতিতে 'ইউ-টার্ন'। আশা করা যায়, পেনশন-নীতিতেও 'ইউ-টার্ন' মারিবেন। আন্দোলন চলিতে থাকিলে, 'ইউ-টার্ন' তিনি আরও মারিবেন।
তবে তিনি ইহাকে দুর্বলতা বলিয়া মানিতে নারাজ। তাহার মতে, ইহা হইতেছে প্রকৃত শক্তি ও আস্থার প্রতীক। আমরা অনুরোধ করিয়া বলিব, প্রধানমন্ত্রী ক্যামেরোন, আপনি শক্তি ও আস্থা প্রদর্শন করিয়া লিবিয়া-যুদ্ধেও একটি 'ইউ'টার্ন' মারুন। ...»