ধর্ষণের পর অগ্নিদগ্ধ নোয়াখালির যে-নারীটি গতকাল বার্ন ইউনিটে মারা গেলেন, তিনিও রুমানা মনজুর!
স্বামীর দ্বারা সারাদিন প্রহৃত হবার পর রাত নয়টায় মতিঝিল কলোনিতে যে গৃহবধূ প্রাণ হারালেন, তিনিও রুমানা মনজুর।
সিঙ্গাপুর প্রত্যাগত যে-নারী শ্রমিকটিকে গণধর্ষণের পর গায়ে আগুন ধরিয়ে দেয়া হলো, তিনিও রুমানা মনজুর।
পাহাড়ে বা সমতলে যে-নারীরা অপহৃত আর নিগৃহীত হন, তারাও রুমানা মনজুর। ...»