ইউকেবেঙ্গলি - ৭ মে ২০১৩, মঙ্গলবারঃ ঢাকার মতিঝিলে অবস্থানরত হেফাজতে ইসলামের কর্মীদেরকে হটাতে গতকাল ভোররাতে যে সাঁড়াশি অভিযান পরিচালিত করেছে পুলিস-র্যাব-বিজিবির সম্মিলিত দল, এতে ৩ হাজার ব্যক্তি নিহত হওয়ার দাবি করেছে সংগঠনটি। অপর দিকে দেশটির সরকার বলছে, এ-দাবি সত্য নয়। ...»