ইউকেবেঙ্গলি - লণ্ডন, ২২ মার্চ ২০১৭, বুধবারঃ আজ দুপুরে লণ্ডনের ওয়েষ্টমিন্ষ্টারে অবস্থিত পার্লামেণ্ট ভবনের বাইরে নিরীহ পথচারীদের ওপর গাড়ী চালিয়ে দিয়ে ও পরে ছুরি ব্যবহার করে হামলা চালানো হয়েছে। শুরুতে স্কটল্যাণ্ড ইয়ার্ড একে সাধারণ অপরাধ মনে করলেও এখন একে 'সন্ত্রাসী হামলা' হিসেবে বিবেচনা করছে। এ-ঘটনায় এ-পর্যন্ত একজন পুলিস অফিসার-সহ চার ব্যক্তি নিহত হয়েছে। ...»