ইউকেবেঙ্গলি - ৩০ জুন, ২০১৬, বৃহস্পতিবারঃ যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনসার্ভেটিভ পার্টির নেতা-নির্বাচন থেকে আজ অকস্মাৎ সরে দাঁড়িয়েছেন বহুল অনুমিত প্রার্থী প্রাক্তন লণ্ডন মেয়র বরিস জনসন। তবে খানিকটা অপ্রত্যাশিতভাবে তাঁর স্থলে প্রতিদ্বন্দীতায় অবতীর্ণ হয়েছেন বিচার মন্ত্রী মাইকেল গৌভ। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী থেরিসা মে ইতোমধ্যেই জানিয়েছিলেন যে তিনিও লড়বেন টৌরি দলের পরবর্তী নেতা ও দেশের প্রধানমন্ত্রী হতে। ...»