ইউকেবেঙ্গলি - ২৪ ফেব্রুয়ারি ২০১৪, সোমবারঃ ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেণ্ট ভিক্টর ইয়ানুকোভিচকে সরিয়ে দিয়ে ইউরো-পন্থী ওলেক্সান্দর তুর্চিনভক অস্থায়ী প্রেসিডেণ্ট করা হয়েছে। একই সাথে মুক্ত করা হয়েছে দুর্নীতির দায়ে কারাদণ্ডিত বিরোধী নেত্রী জুলিয়া তিমোশেঙ্কোকে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দৃশ্যতঃ এ-ঘটনায় সন্তুষ্ট তবে ঘনিষ্ট প্রতিবেশি রাশিয়া এর কড়া সমালোচনা করে দূত প্রত্যাহার করে নিয়েছে। ...»