ইউকেবেঙ্গলি - ২৪ জুন ২০১৩, সোমবারঃ যুক্তরাষ্ট্রের গোপন দলিল ফাঁস করা প্রাক্তন গোয়েন্দা এডওয়ার্ড স্নৌডেন গ্রেফতারিত হওয়া এড়াতে গতকাল হংকং ত্যাগ করে রাশিয়ায় পৌঁছলে, তাঁকে ফিরিয়ে দিতে মোস্কৌকে অনুরোধ জানিয়েছে ওয়াশিংটন। স্লৌডেনের আজ কিউবা হয়ে ইকুয়াডরে যাবার কথা থাকলেও নির্ধারিত বিমানে তাঁকে উঠতে দেখা যায়নি। স্নৌডেনের অবস্থান ও নিরাপত্তাকে ঘিরে জল্পনা-কল্পনার মাঝে জুলিয়ান এ্যাসাঞ্জ জানিয়েছেন, 'নিরাপদে' রয়েছেন স্নৌডেন। ...»