ইউকেবেঙ্গলি - ১৭ মে ২০১৩, শুক্রবারঃ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সঙ্ঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারার্থে গঠিত আদালতের সম্মুখ থেকে অপহৃত সাক্ষী সুখরঞ্জন বালি এ-মুহূর্তে রয়েছেন ভারতের কারাগারে। বাংলাদেশের পুলিস তাঁকে অপহরণ করে সীমান্তের-পথে ভারতে ঠেলে দিলে অবৈধ অনুপ্রবেশের দায়ে সে-দেশের কর্তৃপক্ষ তাঁকে কারাশাস্তি দিয়েছে। ...»