আন্তর্জাতিক খবরগুলোর ভেতর এ-মুহূর্তে বাজার মাতাচ্ছে মালয়েশিয়ান বিমান আর ক্রাইমিয়া। বিমানের খবরটিতে অনেক কিছু আছে। খুব সাধারণ দর্শক পাঠকের জন্য ঘটনাটি হচ্ছে দুশ্চিন্তারঃ ‘আহারে বেচারাদের কি হলো? ফ্যামিলি মেম্বারদের কি অবস্থা?’
আরেক জাতের পাঠক-দর্শক আছেন, যাঁরা এর মাঝে ষড়যন্ত্র খুঁজছেন। এ-তত্ত্বের মূলকথা হচ্ছেঃ কিছু একটা বাহানা করে ব্যাপারটাকে জঙ্গী হামলা বানিয়ে আবার কোনো দেশে আক্রমণের কোনো পাঁয়তারা কেউ করছে কি-না, সে-আলোকে দেখা। ...»