প্রথম শোনা গিয়েছিলো ইয়ামেনের প্রেসিডেন্ট সালেহ ‘হত’। পরে শোনা গেলো ‘আহত’। তারপর তার ‘কন্ঠ’ শোনা গেলো কিন্তু সচল ছবি দেখা গেলো না টেলিভিশনের প্রচারিত ভাষণে।
প্রেসিডেন্টের প্রাসাদ-আঙ্গিনায় স্থাপিত মসজিদে শুক্রবার নামাজে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছেন তিনি। মারা গিয়েছেন তার ১১ জন দেহরক্ষী। কেউ-কেউ বলছেন, সালে’র বিরোধী-গোত্রের নিক্ষিপ্ত গোলায় তিনি আহত হয়েছেন। আবার অন্যেরা বলছেন, মসজিদের ভেতরেই পাতা ছিলো বিস্ফোরকটি। ...»