প্রায় দেড় বছর আগে গণ-অভূত্থানের পথ ধরে মিসরের যে-বিপ্লব সূচিত হয়েছে বলে মনে করা হয়েছিলো, তাতে হতাশার ছায়া পড়তে শুরু করেছে। দেশটিতে গত ২৩-২৪ তারিখে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দৃশ্যমান কিংবা দেখানো ফল নির্দেশ করে নিঃশ্বাস পড়েছে হতাশার।
রাজধানী কায়রোর তাহরির স্কোয়ার থেকে শুরু করে মিসরের সর্বত্র অগণিত বিপ্লবী আঙ্গিনার কর্মীরা একদিকে রক্ষণশীল ইসলামবাদী মুসলিম ব্রাদারহুডের উদ্যত ফণা এবং অন্যদিকে প্রতিক্রিয়াশীল পতিত স্বৈরতন্ত্রের বিষাক্ত লেজের ঝাপটা দেখে শঙ্কিত। ...»