ইউকেবেঙ্গলি - ১৯ অগাস্ট ২০১৩, সোমবারঃ মিসরে নিরাপত্তাবাহিনীর তত্ত্বাবধানে থাকা অবস্থায় মুসলিম ব্রাদারহূডের অন্ততঃ ৩৬ সদস্য নিহত হয়েছে গতকাল। কর্তৃপক্ষ বলছে, কায়রোর বাইরে অবস্থিত একটি কারাগারে তাদেরকে স্থানান্তরের সময় 'পালাতে গিয়ে' তারা প্রাণ হারিয়েছে। মুসলিম ব্রাদারহূড সেনা-সরকারের এ-দাবি প্রত্যাখ্যান করে একে 'ঠাণ্ডা মাথায় হত্যা' বলে আখ্যায়িত কয়ে তদন্ত দাবি করেছে। ...»