ইউকেবেঙ্গলি - ১০ মে ২০১৩, শুক্রবারঃ বাংলাদেশের সাভারে ধসে পড়া পোশাক-কারখানার রানা প্লাজার ধ্বংসস্তুপের নিচ থেকে ১৭ দিন আটকে থাকার পর জীবিতাবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার-কর্তৃপক্ষ জানিয়েছেন, রেশমা নামের ১৯ বছর বয়েসী ঐ পোশাক-কর্মীর অবস্থা 'সঙ্কটাপন্ন নয়'। ঐ ভবন-ধস ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দুর্ঘটনার শিকার শ্রমিকদের স্বজনরা। ...»