ইউকেবেঙ্গলি - ১৫ অগাস্ট ২০১৩, বৃহস্পতিবারঃ গতকাল মিসরী নিরাপত্তাবাহিনী কর্তৃক সঙ্ঘটিত মুসলিম ব্রাদারহূডের সমর্থকদের উপরে পরিচালিত গণহত্যায় প্রাণহানি বেড়ে ৬৩৮-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এ-সংখ্যায় কেবল যে-সকল মৃতদেহ সরকারী চিকিৎসক বা করতৃপক্ষের কাছে পৌঁছেছে তাদেরকেই অন্তর্ভূক্ত করা হয়েছে, ফলে আশঙ্কা করা হচ্ছে মোট মৃতের সংখ্যা হাজার অতিক্রম করতে পারে। মুসলিম ব্রাদারহূডের দাবি অন্ততঃ ৩,০০০ ব্যক্তি নিহত হয়েছে কায়রো গণহত্যায়। ...»