ইউকেবেঙ্গলি - লণ্ডন, ৭ সেপ্টেম্বর ২০১৬, বুধবারঃ রাশিয়ার সীমান্তের কাছে বাল্টিক সাগরের ওপরে আজ একটি মার্কিন গোয়েন্দা বিমান ও একটি রুশ যুদ্ধবিমান একে অপরের মাত্র দশ ফুট দূর দিয়ে উড়েছে। রুশ পক্ষ থেকে বলা হচ্ছে, পরিচয় গোপন করে মার্কিন বিমানটি দু'বার রাশিয়ার দিকে যাওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, তাদের বিমান আন্তর্জাতিক আকাশেই ছিলো। ...»