ইউকেবেঙ্গলি, ৯ অগাস্ট ২০১১, মঙ্গলবারঃ আরও বিস্তার লাভ করেছে লন্ডন-রায়ট। গতকাল সোমবার রাতের পুলিস-বিক্ষোভকারী সংঘর্ষ লন্ডন ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বার্মিংহাম, নটিংহ্যাম, লিভারপুল, ব্রিস্টল, লীডস-সহ নানা শহরে। এ-পর্যন্ত ৬০০'র উপর বিক্ষোভকারী গ্রেফতারিত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রায়টারদের প্রতি পুলিসের গুলি করার হুকুম দিয়েছেন প্রধানমন্ত্রী ডেইভিড ক্যামেরোন। ...»