
আপনি যেখানটায় দাঁড়িয়ে আছেন ঠিক,
ঐ জায়গা থেকে পূর্বদিকে সোজা কালো
পিচঢালা যে রাস্তাটি ডানের গলির ভেতর ঢুকে
গেছে; যেমনটি যায় আমাদের স্বপ্ন
অজানা কোন শোলে ইদুরের গর্তে;
আপনাকে যেতে হবে ঐ রাস্তায় ।
ঐ রাস্তা ধরে ডানে একটা পার্লার রেখে বামের রাস্তায় যখন এসে পড়বেন
নিশ্চয় মুখে অতিরিক্ত পাউডার দেওয়া স্থূলাকার
এক রমণীর সাথে দেখা হবে-
উনি মুক্তা বানু । অন্তত গত চার বছর ধরে
শুধু এ এলাকার মানুষই নয়, গলির
মোড়ে যে পাগলটা রোজ পল্টনের ময়দানে ...»