‘দেশপ্রেম’ ধারণাটি প্রাচীন হলেও এর ব্যবহার প্রাত্যহিক। তবুও বলতে দ্বিধা নেই, এর অর্থটি বরাররই জটিল। কারণ, সম্ভবতঃ দেশপ্রেমের কোনো বস্তুনিষ্ঠ ও সর্বজনীন ধারণা নেই। যুদ্ধমান দু’পক্ষের মধ্যে সংঘটিত মৃত্যুকে যেমন উভয় পক্ষই মৃত্যু বলে, দেশপ্রেমের বিষয়টি সে-রকম নয়। ধরা যাক দ্বিমেরুর বঙ্গদেশের কথা, যেখানে প্রায়শঃ একপক্ষের কাছে যা দেশপ্রেম, অন্যপক্ষের কাছে তা দেশদ্রোহ। পক্ষহীন সাধারণ মানুষ পক্ষাঘাতগ্রস্তের মতো অর্থ হাতড়ে বিমূঢ় হনঃ ‘দেশপ্রেম আসলে কী?’ ...»