ইউকেবেঙ্গলি - ৯ মে ২০১৪, শুক্রবারঃ দুই কোটি প্রাণের বিনিময়ে নাৎসি জার্মানীকে পরাজিত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী হওয়ার উনসত্তরতম বার্ষিকী পালন করছে আজ রাশিয়া। সম্প্রতি প্রতিবেশি ইউক্রেন থেকে বিযুক্ত হয়ে রাশিয়া ফেডারেশনের সাথে সংযুক্ত হওয়া ক্রাইমিয়ায় আজ এ-উপলক্ষ্যে সফর করেছেন রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন। সংবাদ বিবিসি, আইটিভি, আরটি, দ্য ইণ্ডিপেণ্ডেণ্ট ও রয়টার্সের। ...»