সাড়ে সাত হাজার বসনিয়াকের গণ-হত্যাকারী বসনীয়-সার্ব বাহিনীর প্রধান কর্নেল জেনারেল রাতকো ম্লাদিচকে শেষ পর্যন্ত গ্রেফতার করেছে প্রেসিডেন্ট বরিস তাদিচের নেতৃত্বাধীন সার্বিয়ার সরকার।
যতোটুকু না মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার অনুষ্ঠানের ইচ্ছা, তার চেয়ে বেশি ইউরোপীয়ান ইউনিয়নে সার্বিয়ার প্রবেশাধিকারের যোগ্যতার অর্জনের তাগিদ ফলবতী হয়েছে ‘বুচার অফ বসনিয়া’ নামে কুখ্যাত জেনারেল ম্লাদিচকে গ্রেফতারের মধ্য দিয়ে। ...»