রানী এলিজাবেথ ২য়ার রানীত্বের ৬০ তম বার্ষিককে ‘ডায়মণ্ড জুবিলী’ বা ‘হীরক জয়ন্তী’ বলা হচ্ছে। এই সূত্রে রানীকে বলা হচ্ছে ‘ডায়মণ্ড কুঈন’ - অর্থাৎ, ‘হীরক রানী’। আর আমার মনে পড়ে অনেক বছর আগে দেখা সত্যজিৎ রায়ের ছবি ‘হীরক রাজার দেশে’।
‘হীরক রাজার দেশে’ যখন ১৯৮০ সালের ডিসেম্বরে মুক্তি পায় কোলকাতায়, আমরা তখন পুরনো ঢাকায় বেআইনী ভিসিআরে প্রায় সাথে-সাথেই দেখে ফেলি। পরবর্তীতে সম্ভবতঃ ঢাকার একটি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিলো ছবিটি।
...»