ইউকেবেঙ্গলি - ১১ মার্চ ২০১৩, সোমবারঃ দিল্লীর বহুল আলোচিত গণধর্ষণ মামলায় ধৃত ৫ অভিযুক্তের ১ জনকে কারাগারের অভ্যন্তরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তাঁর পরিবার ও আইনজীবী একে 'পুলিসের দ্বারা হত্যা' বলে সন্দেহ করছেন, পক্ষান্তরে পুলিস দাবি করছে এটি আত্মহত্যা।
গত বছরের ১৬ ডিসেম্বর দিল্লীর একটি চলন্ত বাসে এক তরুণী ছাত্রী গণধর্ষণের শিকার হন। ধর্ষকরা পরে তাঁকে আহত অবস্থায় বাস থেকে ফেলে দেয়। হতভাগ্য ঐ তরুণীকে বাঁচানোর চেষ্টা হিসেবে তাঁকে চিকিৎসার্থে পাঠানো হয় সিঙ্গাপুরে - সেখানেই তিনি মারা যান। ...»