ইউকেবেঙ্গলি - ২৯ ফেব্রুয়ারী ২০১২, বুধবারঃ পুলিস যাঁকে গুলি করে খুন করার কারণে গত বছরের গ্রীষ্মে ‘লণ্ডন রায়ট’ ইংল্যাণ্ডের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছিলো, সেই কালো মানুষ মার্ক ডুগানের পরিবারকে তাঁর মৃত্যুর খবর জানতে ব্যর্থ হবার কারণে আজ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে মেট্রোপলিটান পুলিস সার্ভিস ...»