ইউকেবেঙ্গলি - ৬ জুলাই ২০১৬, বুধবারঃ ২০০৩ সালের ইরাক যুদ্ধে ব্রিটেইনের অংশগ্রহণের প্রকৃত কারণ ও ফলাফল নির্ণয়ে ২০০৯ সালে শুরু হওয়া বহুল আলোচিত 'চিল্কট' তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আজ প্রকাশিত হয়েছে। এতে প্রমাণিত হয়েছে, সে-যুদ্ধে যাওয়া ব্রিটেইনের জন্য অত্যাবশ্যক ছিলো না। গণবিধ্বংসী অস্ত্রের হুমকির কথাও বাড়িয়ে বলেছিলেন তৎকালীন লেইবার সরকারের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তাঁর সাথে আমেরিকার সম্পর্ক ও ইরাক যুদ্ধ-পূর্ব তৎপরতারও সমালোচনা করা হয়েছে প্রতিবেদনে। ...»