ইউকেবেঙ্গলি - ২৮ জুন ২০১৬, মঙ্গলবারঃ ব্রিটিশ লেইবার পার্টির প্রধান জেরেমি কর্বিনকে সরানোর লক্ষ্যে তাঁর দলের সাংসদরা আজ এক 'অনাস্থা' প্রস্তাবে ভৌট দিতে যাচ্ছেন। দ্য গার্ডিয়ান পত্রিকা সূত্র জানিয়েছে বেশিরভাগ সাংসদ কর্বিনের বিপক্ষে ভৌট দিতে পারেন। ...»
ব্রিটেইনের গণভৌটে ব্রিক্সিটের বিজয় যে-তারল্যের সৃষ্টি করেছে দেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে, তার সুযোগে লেইবার দলের বামপন্থী নেতা জেরেমি করবিনের বিরুদ্ধের দলটির দক্ষিণপন্থীরা একটি সমন্বিত আক্রমণ শুরু করেছেন। আমার এই লেখা শেষ হতে হতে ঘড়ির কাঁটা সোমবারে গড়াবে এবং এই সোমবারই হবে জেরেমি করবিনের জন্যে এক কঠিন পরীক্ষার দিন।